ব্যাপক আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গণমানুষের 'দৈনিক বাংলাদেশ বুলেটিন" এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন টাঙ্গাইল জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মাসুদ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, সিনিয়র সহকারী কমিশনার আবু বকর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, যুগ্ন সম্পাদক নাসির উদ্দিন, ডেইলি স্টার টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল, প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর, টাঙ্গাইল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক অরন্য ইমতিয়াজ প্রমুখ।
এসময় বাংলাদেশ বুলেটিন পত্রিকার কালিহাতী প্রতিনিধি সোহেল রানা, ভূঞাপুর প্রতিনিধি কোরবান আলী তালুকদার, মধুপুর প্রতিনিধি আলকামা শিকদার সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।