গাজীপুরে গণমানুষের দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় হাবিবুল্লাহ স্মরণী ইকবাল কুটিরে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মো: মাসুদ রানা’র আয়োজনে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দি নিউ নেশন পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো: মেহেদী হাসান বিপ্লব(বাদামী’র) সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মুকুল কুমার মল্লিক, প্রধান আলোচক দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন, দৈনিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহার, কণ্ঠবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম জে আলম, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত, ব্যারিষ্টার টিপু সুলতান, এ্যাড. মুক্তাদির হোসেন, এ্যাড. শফিক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কামরুজ্জামান, দৈনিক ভোরের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো: শাহজাহান খান, সাপ্তাহিক আদর্শবাণী পত্রিকার বার্তা সম্পাদক রেজাউল করিম মোল্লা, বাংলাদেশ বুলেটিন পত্রিকার টঙ্গী প্রতিনিধি বি এ রায়হান, কালিয়াকৈর প্রতিনিধি লিখন সরকার, সাংবাদিক হাইউল উদ্দিন খান, সাংবাদিক আব্দুর রহমান, মোল্লা রশিদ, হেলেনা বেগম প্রমুখ।