শনিবার ঘাটাইল প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ঘাটাইল প্রতিনিধি রেজাউল করিম খান রাজু'র আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মান সংগঠনের চেয়ারম্যান এমদাদুল হক, উইজডম ভ্যালির পরিচালক কাজী রেজাউল হক সিজার।
ঘাটাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.মাসুম মিয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কন্ঠের ঘাটাইল প্রতিনিধি মো.নজরুল ইসলাম, সহ-সভাপতি আতা খন্দকার এবং সিনিয়র সহ-সভাপতি সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ এবং সাংবাদিক যথাক্রমে মনোয়ার হোসেন সোহেল, গোলাম মোস্তফা, রাহাতুজ্জামান সরকার,নাজমুল ইসলাম, রাফসান সাইফ সন্ধি, মো.আশিক, সৈয়দ মিঠুন , বিপ্লব হোসেন, মমিন তালুকদার প্রমুখ।
এ ছাড়াও গণ্যমান্য ব্যাক্তিবর্গ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।