মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ঢাকার নৌকার মাঝি হলেন যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৬:২৩ PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

ঢাকার ২০টি আসনের নৌকার মাঝি হলেন যারা-

ঢাকা-১ থেকে বর্তমান সংসদ সদস্য সালমান ফজলুর রহমান। 
ঢাকা-২ থেকে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। 
ঢাকা-৩ থেকে বর্তমান সংসদ সদস্য নসরুল হামিদ (বিপু)। 
ঢাকা-৪ থেকে সানজিদা খানম। 
ঢাকা-৫ থেকে হারুনুর রশিদ মুন্না।  
ঢাকা-৬ থেকে মোহাম্মদ সাঈদ খোকন। 
ঢাকা-৭ থেকে মোহাম্মদ সোলায়মান সেলিম (হাজি সেলিম পুত্র)। 
ঢাকা-৮ থেকে আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। 
ঢাকা-৯ থেকে বর্তমান সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। 
ঢাকা-১০ থেকে ফেরদৌস আহমেদ (চিত্রনায়ক)।
ঢাকা-১১ থেকে মোহাম্মদ ওয়াকিল উদ্দিন।
ঢাকা-১২ থেকে বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল। 
ঢাকা-১৩ থেকে জাহাঙ্গীর কবির নানক। 
ঢাকা-১৪ থেকে মো. মাইনুল হোসেন খান (নিখিল)। 
ঢাকা-১৫ থেকে বর্তমান সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। 
ঢাকা-১৬ থেকে বর্তমান সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ। 
ঢাকা-১৭ থেকে বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত। 
ঢাকা-১৮ থেকে মোহাম্মদ হাবিব হাসান। 
ঢাকা-১৯ থেকে বর্তমান সংসদ সদস্য ডা. এনামুর রহমান
ঢাকা-২০ থেকে বর্তমান সংসদ বেনজির আহমেদ। 

চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত