মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
রাজবাড়ীর পাংশায় অস্ত্র ও গুলি সহ গ্রেফতার ২
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৬:২৮ PM
রাজবাড়ীর পাংশায় অস্ত্র ও গুলি সহ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গত শনিবার (২৫ নভেম্বর) উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহ মীরপুর খেয়া ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা জেলার সুজানগর উপজেলার মৃত আঃ গফুর মোল্লার ছেলে মোঃ আঃ লতিফ মোল্লা (৪৮) ও  রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার জলিল শিকদারের ছেলে আলিম শিকদার (৩০)।

গ্রেপ্তার আসামী মোহাম্মদ আব্দুল লতিফ মোল্লা পাবনার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী।  অপর আসামী আলিম শিকদারের বিরুদ্ধে কালুখালী থানায় পূর্বের একটি মামলা রয়েছে।

পাংশা মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৫শে নভেম্বর ঘটনাস্থলে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় দোনালা বন্দুক ও একটি দেশীয় ওয়ান শুটারগান এবং চারটি তাজা কার্তুজ জব্দ করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) পাঁচ দিনের রিমান্ডে চেয়ে বিজ্ঞ আদালতে হাজির করা হয়। আদালত তাদের জামিন না মঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন । 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত