মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
লক্ষ্মীপুরে নৌকার মাঝি আনোয়ার, নয়ন, পিংকু ও লাইলী
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৬:৩৪ PM
লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন ডাঃ আনোয়ার খান, লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ফরিদুন্নাহার লাইলী। 

এদের মধ্যে আনোয়ার খান লক্ষ্মীপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

লক্ষ্মীপুর-২ আসনের নুর উদ্দিন চৌধুরী নয়ন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০২১ সালের উপ-নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। 

লক্ষ্মীপুর- ৩ আসনের গোলাম ফারুক পিংকু সদ্য অনুষ্ঠিত উপ-নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন।  তিনি জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন। 

লক্ষ্মীপুর-৪ আসনের ফরিদুন্নাহার লাইলী কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক। তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। এ আসনের বর্তমান সংসদ সদস্য হলেন বিকল্প ধারার মহাসচিব (মেজর অবঃ) আবদুল মান্নান। জোটের শরীক হয়ে ২০১৮ সালে তিনি নৌকা প্রতীকে নির্বাচিত হন। 

লক্ষ্মীপুরের এ চারটি আসনে মোট ৩৫ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত