সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
লালমনিরহাট-২ আসনে নৌকার মনোনয়ন পেলেন সমাজকল্যাণ মন্ত্রী
মোঃ লাজু মিয়া, আদিতমারী (লালমনিরহাট)
প্রকাশ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৮:২১ PM আপডেট: ২৬.১১.২০২৩ ৮:২৭ PM
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ২ কালিগঞ্জ আদিতমার  আসনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। 

রোববার (২৫ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়নে তার নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার সকাল সাড়ে ১০টায় গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করেন দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইদিন বিকেলে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর থেকে খাদ্য প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, এবং সমাজকল্যাণ মন্ত্রী দায়িত্ব পালন করে আছেন তিনি, এ বিষয়ে কথা হয় বাংলাদেশ আওয়ামী লীগ আদিতমারী  উপজেলা শাখার, সাধারণ সম্পাদক রফিকুল আলম এর সাথে, তিনি জানান বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, লালমনিরহাট ২ আসনে আমার প্রিয় নেতা আলহাজ্ব নুরজ্জামান আহমেদ এমপি মহোদয়কে পরপর তিনবার মন্ত্রিত্ব দিয়ে, তথা লালমনিরহাটবাসীকে ধন্য করেছেন, আমরা কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী কে। অন্য কোন সরকার ৩৫ বছরে যা করতে পারেনি, তা আওয়ামী লীগ সরকার করেছে, তাই নুরুজ্জামান আহমেদের বিকল্প নেই, তার তুলনা হয় না। এবারও নুরুজ্জামান আহমেদ এমপি কে নমিশন দিয়ে আমাদেরকে ধন্য করেছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত