আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ এস এম শাহজাদা। রোববার (২৬ নভেম্বর) চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের তালিকা ঘোষণা করা হয়।
ঘোষণা হওয়ার পরপরই উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।
গত কয়েক দিন ধরেই চা টেবিল থেকে শুরু করে সর্বত্র আলোচনাই ছিল কে হচ্ছে এই গুরুত্বপূর্ণ এলাকার নৌকার মাঝি। স্বভাবতই এই আসনটি বাংলাদেশে এখন গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হয়েছে।
স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সাথে আলাপ করলে তারা বলেন, এস এম শাহজাদা পাওয়ার যোগ্য। তিনি কোনো দুর্নীতি করেন নাই এবং তা করতে পছন্দ করেন না। এলাকা থেকে সালিশি বাণিজ্য শূন্যের কোঠায় নিয়ে এসেছেন। যিনি যোগ্য তিনিই নৌকার মাঝি হয়ে এসেছে।
এস এম শাহজাদা বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমার উপরে আস্থা রেখে পুনরায় মনোনয়ন দেয়ার জন্য। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নির্বাচনী এলাকার সকল নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং জনগণকে যারা আমাকে অবিরাম সহযোগিতা করে গেছেন। এ বিজয় আপনাদের।
নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ সময় দিন ৩০ নভেম্বর। ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি।