আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দু’টি আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। নড়াইল-১ আসনে আবারও আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন টানা তিন বারের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি। তিনি নির্বাচনে বিজয়ী হলে চতুর্থবারের মতো এমপি হবেন।
নড়াইল-২ আসনে আবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। এবার বিজয়ী হলে দ্বিতীয় বারের মতো এমপি হবেন মাশরাফি বিন মুর্তজা।
রবিবার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিন দুপুর থেকেই মাশরাফি বিন মুর্তজার নড়াইল বাসভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। এছাড়া জেলার ১ ও ২ আসনের বিভিন্ন স্থানে দলীয় মনোনয়ন ঘোষণার পরপরই আনন্দ মিছিল মিষ্টি বিতারণ সহ অন্য কর্মসূচি পালন করেন জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও নলদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো:জাহাঙ্গীর আলম বিশ্বাসের নেতৃত্বে বিকালে আনন্দ মিছিল ও মিষ্টি বিতারণ করা হয়।