মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সাভারে অটোরিকশা চালককে হত্যা, গ্রেপ্তার ৫
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৫:১০ PM
ঢাকার সাভারে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৭ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‍্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। গত ৮ অক্টোবর সাভারের ভাকুর্তার কাইশার চর এলাকায় রমজান আলী (৪৮) নামের ওই অটোরিকশা চালককে হত্যা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজু (৩০), মো. মহসিন (৪০), মো. নুর আলম (২৮), মো. ইসমাইল (২০), মো. আক্তার (১৯)। তারা সবাই ভোলা জেলার বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ৮ অক্টোবর যাত্রীবেশে রমজান আলীর অটোরিকশায় ওঠেন গ্রেপ্তারকৃতরা। এক পর্যায়ে তারা অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। চিৎকার করলে অভিযুক্তরা গলায় গামছা পেঁচিয়ে ও হাত-পা বেঁধে অটোরিকশা চালককে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা এরপর কিছু দিন বরিশাল ও ভোলায় আত্মগোপন করে ঢাকায় ফিরে স্বাভাবিক জীবনযাপন শুরু করে। একই সঙ্গে ছিনতাই ও ডাকাতি চালিয়ে যায়। বিষয়টি নিয়ে তদন্তের পর রোববার ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

লেফটেন্যান্ট রাকিব মাহমুদ বলেন, গ্রেপ্তারকৃতরা অটোরিকশা চালককে হত্যার কথা স্বীকার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকায় অটোরিকশা চালাতেন তারা। সম্প্রতি সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই শুরু করেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত