ময়মনসিংহ সদরে রেললাইনের কাঠের সেতুতে টায়ার জ্বালিয়ে আগুন ও ভালুকায় দাড়িয়ে থাকা বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত দুইটা থেকে আড়াইটার মাঝে সদরের বয়রা বটতলা রেলগেইট এলাকার রেল সেতু ও ভালুকার হাজির বাজার মোড়ে এলাকায় বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, রাত দুইটার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার রেলওয়ে স্টেশনের বয়রা বটতলা রেলগেইট থেকে ৩০০ গজ দূরে রেল সেতুতে দুবৃত্তরা টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি সামনে লাইনে দূর থেকে আগুন দেখে দাড়িয়ে যায়। এতে অল্পের জন্য রক্ষা পায় ট্রেন। পরে ট্রেনে থাকা পুলিশ আগুন নিভিয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে পুলিশ।
এদিকে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, রাত দুইটার পরে খবর আসে, ভালুকার হাজির বাজার মোড়ে সাথী শিন এন্টারপ্রাইজ নামক একটি দাড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এমন খবর ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ভালুকা থানার ওসি (তদন্ত) জাহাঙ্গাীর আলম জানান, অগ্নিকান্ডে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে।