রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা দিলেন হাজী রহিম উল্লাহ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৬:৩৩ PM
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন না পেয়ে হেলিকপ্টার যোগে নিজ এলাকা সোনাগাজী উপজেলার সোনাপুর এলাকায় এসে ফেনী-৩ আসনে স্বতন্ত্র নির্বাচনের ঘোষনা দিলেন সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ।

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূইয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ সোমবার দুপুর ২ টায় ঢাকা থেকে সোনাগাজীর উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে রওয়ানা দেন। বিকাল ৩টায় সোনাপুর শামসুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এসে পৌছালে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

তার সফর সঙ্গী ছিলেন স্ত্রী পারভিন আক্তার।নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিল যোগে নিজ বাড়ি সালমা গার্ডেন হাউজে এসে পৌছান। এসময় আওয়ামীলীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাড়িতে পৌছানোর পর সাংবাদিকদের বলেন, আমি দশম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে সব সময় সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে ছিলাম। আমি সংসদ সদস্য থাকাকালীন সময় সোনাগাজী-দাগনভূইয়া উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষ চায় আমি আবারও নির্বাচন করি এবং সংসদ সদস্য নির্বাচিত হই। তাদের চাওয়ার প্রতি সম্মান জানিয়ে আবারও ভোট করার জন্য এলাকায় এসেছি। স্বতন্ত্র ভাবে ভোট করার জন্য ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আশাকরি ভোটাররা আমাকে হতাশ করবেনা, ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

উল্লেখ্য ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁইয়া) আসন থেকে সোমবার সকালে সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লার পক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের নিকট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সাবেক সাংসদের ব্যক্তিগত কর্মকর্তা জামশেদ আলম রুবেল। এসময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদের শশুর হাজী আবুল খায়ের মাষ্টার।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত