গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-পিরুজালী) আসনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত হযয়ে উঠেছিল গত বেশ কয়েক মাস যাবত। সময় যত এগিয়ে যাচ্ছিল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছিল গাজীপুর-৩ আসনের টানা ৬ বারের সাবেক এমপি ও মন্ত্রী প্রয়াত সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলীর ছেলে গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় এবং সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা রোমানা আলী টুসি।
গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-পিরুজালী) আসনের বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। টানা ছয়বার আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হয়ে অ্যাডভোকেট রহমত আলী এ আসনটির সংসদ সদস্য নির্বাচিত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজকে ওই আসনে মনোনয়ন প্রদান করেন। অ্যাডভোকেট রহমত আলী পরিবার থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়ে কেউ পাননি। বর্তমান গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে রহমত আলীর কন্যা অধ্যাপিকা রোমানা আলী টুসি বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক পেয়ে মনোনয়ন লাভ করেন।
অ্যাডভোকেট রহমত আলীর ছেলে অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় এবং কন্যা অধ্যাপিকা রোমানা আলী টুসি দুজনেই আওয়ামীলীগের নৌকা প্রতীকের জন্য আবেদন করেন। ভাই বোনের মধ্যে বোন অধ্যাপিকা রোমানা আলী টুসি মনোনয়ন পাওয়ার পর সোমাবার (২৭ নভেম্বর) শ্রীপুর পৌরসভার প্রাণকেন্দ্রে শ্রীপুর ভবন প্রাঙ্গনে দুই ভাই-বোন একই মঞ্চে হাজির হন। এর আগে অবশ্য দুজনের নেতৃত্বে আওয়ামীলীগের আলাদা দুটি ইউনিট মাঠ পর্যায়ের রাজনীতিতে যুক্ত ছিলেন। তাঁদের এক মঞ্চে উপস্থিতি দেখে গাজীপুর-৩ আসনের সর্বস্তরের জনগন এবং আওয়ামীলীগ নেতাকর্মী, সমর্থক ও সাধারনের মাঝে ভাই-বোনের সম্পর্ক নিয়ে রাজনৈতিক যে বিরোধ ছড়িয়েছিল একটি পক্ষ তাদো মুখে কুলুপ এঁটে দিয়েছেন শ্রীপুরবাসীসহ গাজীপুর-৩ আসনের সর্বস্তরের জনগন।
গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো: সিরাজুল ইসলাম বলেন, কৌশলগত কারণে হয়তোবা ভাই-বোন কর্মী সমর্থকদের নিয়ে আলাদা নেতৃত্ব দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা গাজীপুর-৩ আসনের টানা ছয় বারের এমপি ও মন্ত্রী প্রয়াত রহমত আলী মহোদয়ের পরিবারে ‘টুসি আপাকে’ নৌকা মনোনয়ন দিয়ে শ্রীপুরে আওয়ামীলীগকে পুনর্জিবীত করেছে। নেত্রীর সিদ্ধান্তের পরে দুর্জয়-টুসি আপার নেতৃত্বে সকল নেতাকর্মী ও সমর্থককেরা আজ ঐক্যবদ্ধ। এটি শ্রীপুরবাসীর জন্য একটি উদাহারণ। আজকের শ্রীপুরের ঐক্যবদ্ধ আওয়ামীলীগ আওয়ামীলীগ এ আসনের জনগনকে অনেক দূও এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদি জর্জ জানান, এ আসনর সাবেক এমপি ও মন্ত্রী প্রয়াত রহমত আলীর জীবদ্দশায়ও একটি পক্ষ সবসময় বিরোধীতা করে আসছে। উনার মৃতে্যুর পরও উনার পরিবারের সদস্যদের নিয়ে প্রকাশ্যে তাদের পরিবারে বিরোধ রয়েছে তা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল পক্ষটি। আজকে দুই ভাই-বোনের এক মঞ্চে উপস্থিতিতে শ্রীপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে ওইসব নিন্দুকের মুখে কুলুপ এঁটে দিয়েছে। রহমত আলী একজন আদর্শিক জায়গা। সেই আদর্শের জায়গা থেকে ভাই-বোন সবসময় একে অপরকে যেকোন সময় যেকোন পরিস্থিতিতে ছাড় দিতে সর্বদা প্রস্তুত এবং নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ।
শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ বলেন, নৌকা আদর্শের প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক এবং নৌকা ঐক্যের প্রতীক। রহমত আলী পরিবার সবসময় ঐক্যবদ্ধ এবং আজকে দুই ভাই-বেনের এক মঞ্জে উপস্থিতি এটাই প্রমাণ করে। তবে, একটি পক্ষ তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য এবং গাজীপুর-৩ আসনের ঐক্যবদ্ধ আওয়ামীলীগে ফাটল ধরানোর জন্য ভাই-বোনের মধ্যে বিরোধ সৃষ্টি করতে চেয়েছিল। তাদের সেই চেষ্টা শ্রীপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে সফল হতে দেয়নি।