সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
কেন্দুয়ায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৭:০৫ PM
নেত্রকোনার কেন্দুয়ায় মেয়ের বাড়ি থেকে স্বামীর বাড়ি ফিরার পথে ট্রাক অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ খোরশিদা আক্তার(৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ নভেম্বর) দুপুরে কেন্দুয়া- আঠারবাড়ি সড়কের মাসকা বাজারের পাশে। 

নিহত খোরশিদা আক্তার উপজেলার সান্দিকোনা  ইউনিয়নের আটিগ্রামের হজরত আলীর স্রী।

নিহতের ছেলে হান্নান মিয়া জানান, আমার মা তার মেয়ের বাড়ি থেকে অটোরিকশা যোগে স্বামীর  বাড়িতে ফিরার পথে ট্রাকের সাথে ঐ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে আমার মা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্দ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। 

উপজেলার সান্দিকোনা  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম আটিগ্রামের খোরশিদা আক্তারের সড়ক দুর্ঘটনায়  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো.এনামুল হক সড়ক দুর্ঘটনায় নারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,  ট্রাক চালক এবং হেলপারকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। অটোরিকশা চালক গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ এখন থানাতে আছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত