সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
ডিমলায় বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১:৩১ PM
ডিমলায় জমি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে অভিযুক্ত ছেলে নুর ইসলাম (৩৬) কে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত এলাকার বুড়িতিস্তার চরে আত্মীয় বাড়ী হইতে তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে ডিমলা থানায় নিসে আসে।

জানা যায় ওইদিন ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী মিলনপাড়া গ্রামে সকালে জন্মদাতা পিতা আব্দুল আজিজ (৭০) কে কোদাল দিয়ে কুপিয়ে ঘটনাস্থলে আহত করে পালিয়ে যান ছেলে নুর ইসলাম।

থানা সূত্রে জানা যায় নিহত আব্দুল আজিজের তিন ছেলে ও তিন মেয়ে। জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার বড় ছেলে নুর ইসলামের বাড়ির পশ্চিম-উত্তর পার্শ্বে ভূট্টা ক্ষেতে মারামারি সৃষ্টি হয়। একপর্যায়ে নুর ইসলামের হাতে থাকা কোদাল দিয়ে তার বাবা আব্দুল আজিজের মাথায় কোপ দেন। সেই আঘাতে আব্দুল আজিজ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।

এ বিষয় ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং-১৮ তারিখ- ২৯ নভেম্বর ২০২৩। পরে বিধি মোতাবেক ঘাতক নুর ইসলামকে নীলফামারী আদালতে প্রেরণ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত