রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
তালতলীতে গাঁজাসহ পিতা-পুত্র আটক
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ২:৩৫ PM
বরগুনার তালতলীতে বুধবার সকাল ১১ টার দিকে সাড়ে তিন কেজি গাঁজা সহ হিমু তালুকদার ও তার পুত্র সোহানকে দক্ষিণ নলকনিয়া এলাকা থেকে আটক করেছে ডিবি পুলিশ। 

জানা গেছে, বরগুনা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার শারিকখালি ইউনিয়নের দক্ষিণ নলবুনিয়া এলাকার মন মিয়া তালুকদারের ছেলে হেমায়েত উদ্দিন হিমু তালুকদার (৫০) ও তার পুত্র সোহানকে (২৫)আটক করে। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি ৩০০ গ্রাম গাঁজা, নগদ ৮৮ হাজার টাকা ও দুটি ব্যবহৃত মোবাইল উদ্ধার করে। 

তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান মিলন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা ডিবি পুলিশ গাঁজাসহ হিমু তালুকদার ও তার পুত্রকে আটক করে থানায় সোপর্দ করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত