সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
সিংগাইরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ১০ ডাকাত গ্রেফতার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৩:৩২ PM
সিংগাইরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ ১০ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের হেফাজতে থাকা লুন্ঠিত মালামাল উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ।

বুধবার (২৯ নভেম্বর) সকালে গ্রেফতারকৃত ডাকাত দলের ৬ সদস্যকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সুপার  মুহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার গণমাধ্যমকে জানান। 

পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর দিবাগত রাত অনুমান ৩ ঘটিকায় সিংগাইর থানাধীন ধল্লা ইউনিয়নের গাজিন্দা (হঠাৎপাড়া) গ্রামের সৌদি প্রবাসী জুয়েল রানার বসতবাড়িতে ডাকাতি সংগঠিত হয়। এ বিষয়ে সিংগাইর থানায় মামলা রুজু হয়।  ডাকাতির ঘটনার ৩ দিনের মধ্যে এক নারীসহ ১০ ডাকাতকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর ইসলাম জানান, ডাকাতির ঘটনার ৩ দিনের মধ্যেই সিংগাইর থানাধীন ধল্লা ইউনিয়নে অভিযান চালিয়ে ডাকাতি মামলার সাথে সম্পৃক্ত দূধর্ষ ডাকাত এবং আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ সেলিম মিয়া ওরফে সলিম খানকে (৪৮) গ্রেফতার করা হয়। বর্ণিত ডাকাত মোঃ সেলিম মিয়াকে জিজ্ঞাসাবাদ জন্য ২৪ নভেম্বর ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করে সিংগাইর থানা পুলিশ। 

বিজ্ঞ আদালতের মাধ্যমে ২দিনের পুলিশ রিমান্ড প্রাপ্ত হয়ে সেলিম মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতি মামলার সাথে সম্পৃক্ত দূধর্ষ ডাকাত এবং আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মালেক (২৬), মোঃ আলেক হোসেন (২১) ও সুমা আক্তার ওরফ সুমী ও তানিয়াকে (২৫) গ্রেফতার করা হয়। 

এ সময় তাদের হেফাজতে থাকা লুন্ঠিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া গ্রেফতারকৃত  মালেক ও আলেক হোসেন-দ্বয়কে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ২৬ নভেম্বর সুমা আক্তার ওরফে সুমী ও তানিয়া বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। 

গ্রেফতারকৃত ডাকাত সেলিমকে পুনরায় ৩ দিনের এবং  মালেক ও  আলেক হোসেন-দ্বয়কে ২ দিনের পুলিশ রিমান্ডে প্রাপ্ত হয়ে তাদের স্বীকারোক্তিমূলে ২৯ নভেম্বর ঢাকা জেলার ধামরাই ও সাভার থানা এলাকাসহ সিংগাইর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই ক্লুলেস ডাকাতি মামলার সাথে সম্পৃক্ত দূধর্ষ ডাকাত এবং আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় আরো ৬ সদস্য মোঃ খলিল মিয়া (৪০), মোঃ সামসুল ইসলাম (২৮), মোঃ সুমন ফকির (২৫), মোঃ মোক্তার হোসেন (৩৩), মোঃ সজিব মিয়া(২২) এবং  মোঃ আয়ুব ওরফে আইয়ুব মোল্লাকে (৩৪) গ্রেফতার করা হয়। 

এসময় লুন্ঠিত ওয়ালটন কোম্পানীর ৫৬ ইঞ্চি একটি এলইডি টিভি, ডাকাত আইয়ুব মোল্লার সাভারস্থ নামাপাড়া বাজারের স্বর্ণের দোকান হতে লুন্ঠিত ১৪ আনা স্বর্ণালংকার ও ২০ ভরি রূপার অলংকার উদ্ধার করে সিংগাইর থানা পুলিশ।  এছাড়াও  লুন্ঠন কাজে ব্যবহৃত ২টি রামদা, ১টি সামুরাই, ১টি শাবল, ১টি বেনা, ১টি কাটার ও ধারালো দা উদ্ধার করা হয়।

তিনি জানান, ২৯ নভেম্বর  গ্রেফতারকৃত ৬ জন ডাকতসহ রিমান্ডে প্রাপ্ত গ্রেফতারকৃত ডাকাত মোঃ সেলিম , মালেক ও মোঃ আলেক হোসেনসহ সর্বমোট ৯ জন ডাকাতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত ডাকাত মোঃ সেলিম মিয়া, মোঃ খলিল মিয়া, মোঃ সামসুল ইসলাম, মোঃ মোক্তার হোসেন, মোঃ সজিব মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার প্রেস ব্রিফিং এ বলেন, সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতদের ঘটনার তিন দিনের মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় এক নারী ডাকাত সহ ১০ ডাকাতকে গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত