চলতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা ডিগ্রী কলেজ উপজেলায় সেরা হয়েছে। চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে ৪০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এর মধ্যে পাশ করেছে ২৫৩ জন। পাশের হার শতকরা ৬৪.২১ শতাংশ। এরমধ্যে ২২ জন জিপিএ ৫ পেয়েছে। এ গ্রেড পেয়েছে ১৩৫ জন, বি গ্রেড ৬৩ জন ও অন্যান্য গ্রেড ৩৪ জন। ফলাফলে শিক্ষক ও শিক্ষার্থীরা ভীষণ খুশি।
এ ফলাফলের ব্যাপারে কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মোল্লা জানান, ভাল ফলাফলের জন্য তাঁর এবং অধ্যাপকদের নিরলস পরিশ্রম ও আন্তরিকতার সাথে পাঠদান তদারকির কারণে সম্ভব হয়েছে।