দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নীলফামারী-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সদ্য সাবেক উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোখছেদুল মোমিন ।
এর আগে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে নীলফামারী-৪ সৈয়দপুর ও কিশোরগন্জ আসন থেকে মনোনয়নপত্র তুলেছিলেন মনোনয়ন না পেয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুললেন মোঃ মোখছেদুল মোমিন।
বুধবার দুপুরে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান এর কার্যালয় থেকে মনোনয়নপত্র তোলেন তিনি।
প্রার্থী হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচন দৌড়ে এখন আমিও আছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচন যেন এক তরফা না হয়। কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়। এসব চিন্তা-ভাবনা থেকে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি এটাও একটা কারণ। এই আসনে নির্বাচনকে আরও প্রতিযোগিতামূলক করতে আমার এই প্রচেষ্টা।
তিনি আরও বলেন, যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করব, তাই সবার কাছে আমি দোয়া চাই।’