দৈনিক বাংলাদেশ বুলেটিন এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে নরসিংদীতে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ ডিসেম্ভর) বিকালে নরসিংদী বুলেটিন আফিস স্টেডিয়াম এর সামনে থেকে এই র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়াম এর সামনে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ বুলেটিন এর জেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি মোরর্শেদ শাহরিয়ার, সাধারন সম্পাদক হুমায়ন কবির সাহা, ৭১ টিভির প্রতিনিধি মোবারক, সহ-সম্পাদক মঞ্জিলে মিল্লাদ, বিটিভির প্রতিনিধি শাহিন মিয়া, ডিবিসি প্রতিনিধি স্বপন, নাগরিক টিভির প্রতিনিধি আকরাম হোসেন প্রমুখ।
পরে কেক কেটে পত্রিকাকে বরণ করে নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।