রংপুর বিভাগের ৮টি জেলার নারী ফুটবল দল নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফুটবল টুর্ণামেণ্ট এর দ্বিতীয় দিনে ঠাকুরগাঁও দলকে ৪ গোলে পরাজিত করলো লালমনিরহাট নারী দল।
রবিবার (৩ ডিসেম্বর) ডোমার ফুটবল একাডেমি’র আয়োজনে ও ডোমার উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদের পৃষ্ঠপোষকতায় বিকাল ৩টায় নীলফামারী জেলার ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিনের খেলায় অংশগ্রহনকারী দল লালমনিরহাট জেলা নারী ফুটবল দল বনাম ঠাকুরগাঁও জেলা নারী ফুটবল দল।
খেলার শুরুর প্রথম মিনিটেই লালমনিহাট দলের ৮নং জার্সি পরিহিত খেলায়ার আলভির অসাধারণ একটি সট ঠাকুরগাঁও দলের গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোলবারে ঢুঁকে যায় বল। এর পর দ্বিতীয় ও তৃতীয় গোলটি করেন লালমনিরহাট দলের ১২নং জার্সি পরিহিত শিউলি।
৩-০ গোলে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে ঘুরে দ্বাড়ায় ঠাকুরগাঁও নারী দল। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। তবে শেষমেশ কোন গোল করতে পারেনি ঠাকুরগাঁওয়ের নারী দলটি। খেলার শেষ পাঁচ মিনিট আগে ঠাকুরগাঁও দলের তিন জন খেলোয়ারকে কাটিয়ে আলতো করে শট করে আলভি। সাথে সাথে বল চলে যায় ঠাকুরগাঁওয়ের জালে। এতে ৪-০ গোলে জয়ী হয় তিস্তাপাড়ের দল লালমনিরহাট নারী দল।
প্রসঙ্গত, রংপুর বিভাগের আট জেলা নিয়ে নীলফামারীর ডোমার উপজেলায় দুই ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন হয়। আগামী ১০ ডিসেম্বর টুর্ণামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।