মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বরিশালে বিভিন্নস্থানে অবরোধ সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৪:৫০ PM
বিএনপি সহ সমমনা দলের ডাকা চলমান গণতান্ত্রিক অধিকার পূর্ণউদ্ধার ও ভোটারবিহীন সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবীর একদফা আন্দোলনের ১০ম ধাপের কর্মসূচি দেশব্যাপি বুধ ও বৃহস্পতিবারেরর ৪৮ ঘন্টা অবরোধ সফল করার সমর্থনে বরিশাল মহানগর বিএনপি, মহানগর ছাত্রদল ও মহানগর জিয়া মঞ্চ নগরীর বিভিন্নস্থানে ঝটিকা মিছিল ও রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ করে নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৭) বৈরী অবহাওয়ার মধ্যে প্রশাসনের দৃষ্টি ফাকি দিয়ে সকাল ৮টায় নগরীর ২৮ নং ওয়ার্ড কাশীপুর বাজার সংলগ্ম এলাকায় বরিশাল মহানগর বিএনপির একমাত্র মহিলা সদস্য ও সাবেক বরিশাল বিএম কলেজ ছাত্রনেত্রী আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে মহানগর বিভিন্ন ওয়ার্ড সদস্যরা বিক্ষোভ করে পরে তারা সড়কের উপর টায়ারে আগুন জালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃস্টি করে চলে যায়। অপর দিকে কাশীপুরে স্থানীয় ওয়ার্ড বিএনপি একটি অবরোধের সমর্থনে মিছিল করে। এছাড়া মহানগর ছাত্রদল সভাপতি কারাবন্দি রেজাউল করীম রনির সমর্থক ও মহানগর জিয়া মঞ্চ নেতৃবৃন্দ হাসানাত ও সজিবের নেতৃত্বে সকাল ১১টায় নগরীর হাসপাতাল সড়ক এলাকায় বিক্ষোভ মিছিল করে।

অন্যদিকে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাত বাস টারমিনাল থেকে দুরপাল্লার যাত্রীবাহি বাস সিমিত আকারে যাত্রী নিয়ে বরিশাল ত্যাগ করতে দেখা যায়।

এছাড়া নগরীর অভ্যন্তরীন যানবাহন ও অফিস আদালতে কার্জ কর্ম স্বাভাবিক ছিল। নগরীর বিভিন্নস্থানের মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনী কর্তব্যপালনের পাশাপাশি টহলে রয়েছে পুলিশ বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্য গণ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত