মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
মধুপুরে সড়ক দূর্ঘটনায় আহত সরোয়ার ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লরে হেরে গেলেন
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৫:৫৮ PM
টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ি বাসস্ট্যান্ডে গত রবিবার ঘাতক বিনিময় পরিবহন ও ব্যাটারী চালিত অটোভ্যানের সংঘর্ষে দুর্ঘটনায় গুরুতর আহত মোঃ সরোয়ার হোসেন  গত ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লরে আজ বৃহস্পতিবার ভোর চারটায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। বিনিময় বাস ও অটোভ্যানের সংঘর্ষের ঘটনায় এ নিয়ে অটোভ্যানের আহত দুইজনই মারা গেলেন। মৃত সরোয়ার হোসেনের বাড়ি মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের লোকদেও গ্রামে। একই এলাকার ভ্যান চালক ঘটনার দিন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

অদক্ষ্য  ড্রাইভার দ্বারা পরিচালিত বিনিময় পরিবহন এখন সাধারণ পথচারীদের কাছে মরন ফাঁদ। বিনিময় গাড়ি বন্ধের দাবিতে দীর্ঘদিন যাবত এলাকাবাসী বারবার মানববন্ধন সহ রাস্তা অবরোধ করেও এর কোনো সুষ্ঠ সমাধান পাননি। বিনিময় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে এমস অসহায় পথচারীদের মৃত্যুর মিছিল বেড়েই চলছে প্রতিনিয়ত। সন্তানের চাওয়া পূরণ করতে বাড়ি থেকে বেড়িয়ে আসা বাবা ফিরে যাচ্ছে ছিন্নভিন্ন লাশ হয়ে। এমন অনেক লোমহর্ষক ঘটনা ঘটেই চলছে প্রতিনিয়ত টাঙ্গাইল-জামালপুর এ আঞ্চলিক এ সড়কটিতে। ঘটনা ঘটার সময় রাস্তা অবরোধ করলে অনেকে  চলে আসেন মিথ্যা আশ্বাস দিয়ে অবরোধ তুলে দিতে। পরবর্তীতে তারা আর খোঁজ নিয়ে দেখেন না  সেই দুর্ঘটনায় নিহত পরিবারের লোকজনদের । 

যারা একমাত্র উপার্জনের মানুষটিকে হারিয়ে কি ভাবে  জীবনযাপন করছেন ? এমনও তথ্য রয়েছে সড়ক দুর্ঘটনায় বাবা হাড়ানোর ফলে  সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয় এ সড়কটিতে বিনিময় পরিবহনের এমন হেয়লীপনার কারনে শতশত পথচারী পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাই এমন দূর্ঘটনার স্থায়ী সমাধান চায় সাধারণ জসগণ। তা না হলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বাড়তেই থাকবে আর মা হাড়াবে সন্তানকে, ছেলে মেয়ে হারাবে তারা আদরের বাবা মাকে তার দায় দায়িত্ব মিথ্যা আশ্বাসকারীদেরকেই নিতে হবে বলে জানান গোলাবাড়ি এলাকার শোকাভিভূত সর্বসাধারন ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত