গাজীপুরের শ্রীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বেসরকারী প্রতিষ্ঠানের মার্কেটিং ব্যবস্থাপক কামরুজ্জামান (৩৫) নিহত হয়েছে। সে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালিবাজাইল গ্রামের বাসিন্দা।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার শ্রীপুর-গোসিঙ্গা সড়কের নারায়ণপুর (নতুন বাজার) এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তানসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার দুপুরে নিজ মোটরসাইকেলে কাপাসিয়া এলাকায় কর্মস্থল অলিম্পিক কারখানায় যাচ্ছিলেন কামরুজ্জামান। শ্রীপুর-গোসিঙ্গা সড়কের নারায়ণপুর (নতুন বাজার) এলাকায় পৌঁছলে ভেজা সড়কে স্লিপ করে সড়কে পড়ে যান তিনি। এসময় পেছনে থাকা দ্রুতগতির ট্রাকের সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ট্রাক আটক করলেও চালক পালিয়ে গেছে। কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।