মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
পি‌রোজপু‌রে আশ্রয়ণ প্রকল্পে পানির দূ‌র্ভোগ
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৪:২০ PM
পিরোজপুরের ইন্দুরকানীতে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে পানির অভাবে দুর্বিষহ জীবন-যাপন করছে সেখানকার বাসিন্দারা।

সরেজমিন দক্ষিণ কালাইয়া আশ্রয়ণ প্রকল্পে গেলে দেখা যায়, ঘরের লোকজন বিভিন্ন দূরদূরান্ত থেকে বালতি, কলসি ও পটে করে পানি নিয়ে তাদের দৈনন্দিন কার্যক্রম করছে। আশ্রয়ণে থাকা বাসিন্দারা জানায়, এখানে ৫৪টি পরিবার একত্রে বসবাস করি। আমরা এখানে সর্বদিক থেকে সুবিধা পেলেও খাবার ও ব্যবহারের পানির অভাবে আমাদের বসবাস দুর্বিষহ হয়ে পড়েছে। যদিও নদীর তীরবর্তী আমাদের এ আবাসনটি। এখানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে বসবাস করতে হয়। নদী থেকে পানি তুলে এনে ব্যবহার করা অনেক কষ্টসাধ্য। ছোট ছোট বাচ্চাদের রেখে পানি আনতে গেলে অনেক সময় চিন্তায় থাকতে হয়। অন্য আশ্রয়ণ প্রকল্পের ঘরের সঙ্গে পানির জন্য নলকূপ ও বৃষ্টির পানি ধরে রাখার জন্য পানির ট্যাংকি দেওয়া হলেও আমাদের আশ্রয়ণে এর কোনো ব্যবস্থা নাই। আমাদের পানির সমস্যার সমাধান হলে আমরা শান্তিতে জীবন-যাপন করতে পারতাম।

এ ব্যাপারে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শিমুল বড়াল জানান, রাজস্ব ফান্ড থেকে বরাদ্দ পেতে দেরি হওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। তবে পানির ব্যবস্থার জন্য টেন্ডার হয়েছে। খুব শিগগিরই ঠিকাদার কাজ করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী জানান, এ  ব্যাপারে জেলা প্রশাসককে জানিয়েছি। দ্রুত বাবস্থা গ্রহন করা হ‌বে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত