মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
মানিকগঞ্জে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান, নারী জাগরণে মানববন্ধন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৪:২১ PM
মানিকগঞ্জে বেগম রোকেয়া দিবস এবং জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কর্মসূচীর আওতায় জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। 

 শনিবার (৯ ডিসেম্বর) সকালে মানিকগঞ্জের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সম্মাননা প্রদান করা হয়। 

জেলা প্রশাসক রেহেনা আক্তার এর সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সানোয়ারুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি, ব্র্যাক প্রকল্প কর্মকর্তা ওমর ফারুক, বেসরকারি উন্নয়ন সংস্থা পাশা এর নির্বাহী পরিচালক ফরিদ খান, বারসিক প্রকল্প কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জীবনাদর্শ যুগে যুগে পাথেয় হয়ে থাকবে। তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কুসংস্কারমুক্ত সমাজ গড়ে তোলার আহবান জানান। 

এদিকে "নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন" এই প্রতিপাদ্য নিয়ে সকালে মানিকগঞ্জ বঙ্গবন্ধু চত্বর ও জাতীয় মহিলা সংস্থা কার্যালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ জাতীয় মহিলা সংস্থা কার্যালয়ে ২য় পর্বের আলোচনা সভায় প্রতিষ্ঠানের নির্বাহী অফিসার আবুবকর সিদ্দিক বজলুর সভাপতিত্বে  ও জাতীয় মহিলা সংস্থা কর্মকর্তা মো.রতন মিয়ার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজর সাবেক অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ওসিসি কর্মকর্তা মো. রুবেল হোসেন, জাতীয় মহিলা সংস্থা কর্মকর্তা মো. শামিম মিয়া, সমাজকর্মী মো. সাত্তার মুনশী, প্রশিক্ষক নাসরিন আক্তার, শিক্ষার্থী মারিয়া আক্তার প্রমুখ। 
এছাড়াও সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে সিংগাইর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা  ব্র্যাক ও বারসিক এই কর্মসূচির আয়োজন করেন।

বক্তারা বলেন, বেগম রোকেয়ার পথ ধরতে হলে প্রগতিশীল চিন্তার প্রসার ঘটাতে শিক্ষাখাতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। পরিবার সমাজ ও রাষ্ট্রে নারীর অবস্থান শক্তিশালী করতে নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম জোরদার করতে হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত