সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
নীলফামারীতে বেগম রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা পেলেন পাঁচ নারী
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৫ PM
নীলফামারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) আলোচনা সভা ও জেলা পর্যায়ে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।

জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান।

পরে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসুচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় জেলা পর্যায়ে পাঁচজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান জানান, সম্মাননা ও সার্টিফিকেট প্রাপ্তদের মধ্যে রয়েছেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সৈয়দপুরের ঘোড়াঘাট রেল কলোনী এলাকার গোলাফ আফরোজা ও একই উপজেলার নতুন বাবুপাড়ার সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় হোসনে আরা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে নীলফামারী সদরের জুম্মাপাড়ার আমিনা রহমান বৈশাখী ও সফল জননী হিসেবে প্রগতি পাড়ার মাহাফুজা বেগম এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা ডোমার উপজেলার ছোট রাউতা এলাকার তাহমিনা সুলতানা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত