মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সুষ্ঠু নির্বাচন হবে বলেই বিদেশি পর্যবেক্ষকরা আসছেন: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৪:০৬ PM
নির্বাচন সুষ্ঠু হবে বলেই বিদেশি পর্যবেক্ষরা আসতে সম্মত হয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে সমসামিয়ক বিষয়াদি নিয়ে আলোচনা করেন তিনি।

তিনি বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এবং এখনও নির্বাচনকে বাধা দেয়ার পক্ষে ক্রমাগতভাবে অবরোধ ডাকছেন, তারাও বুঝতে পেরেছেন নির্বাচন সুন্দর স্বচ্ছ এবং ব্যাপক হারে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে কারনে বিদেশি পর্যবেক্ষকো আসতে সম্মত হয়েছে। 

শরিক দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের দ্রুতই সমঝোতা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

এ সময়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, শরিাদের সাথে আলোচনা চলছে। আমরা আশা করছি, খুব সহসা তাদের সাথে সমঝোতা হবে। শরিকদের সাথে আমাদের নিয়মিত আলোচনা চলছে। খুব সহসা ১৪ দলের জোটের সাথে সমঝোতা হবে। আর স্বতন্ত্রপ্রার্থী সব সময় নির্বাচনে থাকে।

“আমাদের দল থেকে অনেকেই স্বতন্ত্রপ্রার্থী হয়েছেন, দেশেও স্বতন্ত্রপ্রার্থী হয়। আবার আমাদের দল করে না এমন অনেকেই স্বতন্ত্রপ্রার্থী হয়েছেন। এই স্বতন্ত্রপ্রার্থীদের অনেকেই বাতিল হয়েছিল। দেখা যাচ্ছে যে প্রথম দিন আপিলের পর ৫০ শতাংশের বেশি প্রার্থী তাদের প্রার্থীতা ফেরত পেয়েছেন। আমি মনে করি, তাদের অংশগ্রহণ নির্বাচনকে উৎসবমুখর করার ক্ষেত্রে সহায়ক হচ্ছে।

বিদ্রোহীদের নিয়ে আওয়ামী লীগের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, দলের অভ্যন্তরে এটা নিয়ে আলোচনা হয়নি, প্রয়োজন হলে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

ব্রাহ্মনবাড়িয়ার জেলা প্রশাসককে বদলি করা হয়েছে, সেখানে আওয়ামী লীগের বিরোধী প্রার্থীরা বলেছে, ডিসি আওয়ামী লীগের পক্ষ নিয়েছেন বা ওইভাবে কাজ করছেন না, এতে কি আপনি মনে করেন নির্বাচন কমিশন নিরপেক্ষতা দেখাচ্ছে, এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকারতো কোনোভাবেই কোনো কিছুতে হস্তক্ষেপ করছে না। করার কোনো সুযোগও নেই। কারণ তফসিল ঘোষণার পর নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিগুলো নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত হয়।

“ফলে তাদের পোস্টিং-বদলি থেকে শুরু করে সবকিছু নির্বাচন কমিশনের অধীন চলে যায়। কোনোকিছু করতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন লাগে। অথবা নির্বাচন কমিশন নির্দেশ দিলে সরকার সেটা করতে বাধ্য। এই যে বিভিন্ন ওসি বদলি, ইউএনও, ডিসি বদলি—এতো ব্যাপকভাবে আগে কখনো হয়নি। এতেই প্রমাণিত হয় নির্বাচন কমিশন অনেক শক্তিশালী। পাশাপাশি সরকার নির্বাচন কমিশনকে সকল দিক থেকে সহায়তা করছে।”

ভারত, জাপান, ফিলিস্তিন, ইসলামিক সহযোগিতা সংস্থাসহ (ওআইসি) আরও অনেক দেশ ও বিদেশি সংস্থা নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে জানিয়ে হাছান মাহমুদ আরও বলেন, সব সময় যেভাবে পর্যবেক্ষরা আসেন, এবারও ঠিক সেভাবেই তারা আসবেন। এতেই প্রমাণিত হয়, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। মানুষ এবং দেশ পুরোপুরিভাবে নির্বাচনমুখী হয়েছেন।

“যে কারণে যারা নির্বাচনে পর্যবেক্ষকদল পাঠাবে কি পাঠাবে না এ নিয়ে দোলাচলে ছিলো, তারা এখন সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে। আমি মনে করি, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা আসা মানেই একটি সুষ্ঠু সুন্দর ভালো নির্বাচন করার ক্ষেত্রে এটি সহায়ক।”
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত