নড়াইল সদর উপজেলার হবখালী হামিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে এই সর্বপ্রথম নারী সভাপতি হলেন সঞ্চিতা হক রিক্তা। তিনি নড়াইল সদর উপজেলার হবখালী ইউপি চেয়ারম্যান টিপু সুলতানের সহধর্মিনী এবং বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ নড়াইল জেলা শাখার সভাপতি।
রোববার (১০ ডিসেম্বর) সকালে হবখালী হামিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে এ্যাডহক কমিটির প্রথম সভা ও পরিচিতি সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সঞ্চিতা হক রিক্তা। সভায় এ্যাডহক কমিটির অভিভাবক সদস্য গোপাল সাহা, টিআর সদস্য নির্মল সরকার এবং সদস্য সচিব প্রধান শিক্ষক আবু ছামিন বিশ্বাস উপস্থিত ছিলেন। সম্প্রতি যশোর শিক্ষা বোর্ড কর্তৃক এ কমিটি অনুমোদিত হয়।
বিদ্যালয়ের প্রথম নারী সভাপতি সঞ্চিতা হক রিক্তার আগমন সংবাদে স্বতস্ফুর্ত ভাবে বিদ্যালয়ে উপস্থিত হন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তারা সভাপতি সঞ্চিতা হক রিক্তাকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মতবিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হবখালী হামিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছামিন বিশ্বাস। বক্তব্য দেন হবখালী ইউপি চেয়ারম্যান টিপু সুলতান, সাবেক ইউপি চেয়ারম্যান ও হবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদশা মোল্যা, ইউপি সদস্য মোয়াজ্জেম, হবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোদাচ্ছের হোসেন, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি ফাতেমা খাতুন মৌসুমী, সৈনিক প্রমুখ।