মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
শ্রীপুরে চলাচলের রাস্তা বন্ধ করে টিনের সীমানা প্রচীর নির্মাণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৪:৫৭ PM
গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ী পরিবারের জমির যাতায়াতের একমাত্র সড়ক বন্ধ করে টিন শেডের সীমানা প্রচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী পরিবার হাবিবুর রহমান বাবুল শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পেয়ে  ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সোহেল রানা।ভুক্তভোগী কেওয়া গ্রামের ব্যবসায়ী হাবিবুর রহমান বাবুল বলেন, স্থানীয় কামাল হোসেন ও রুবেল আহমেদ ভাঙ্গীর নেতৃত্বে একদল সন্ত্রাসী খুটি বাহিনী জোরপূর্বক সড়কের উপরে টিন শেডের সীমানা প্রচীর নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে ব্যবসায়ী পরিবারের সদস্যরা এক প্রকার জিম্মি হয়ে রয়েছে। অভিযোগ সুত্রে আরো জানা যায়  ভাংনাহাটি গ্রামের শামসুল হকের ছেলে কামাল হোসেন ও একই গ্রামের রহিম আলী ভাংগীর ছেলে রুবেল হোসেন ভাংগীসহ অজ্ঞাত ৪/৫ জন লোক কিছু দিন দরে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা দিতে অনিহা প্রকাশ করলে এক পর্যায়ে গত ৬ ডিসেম্বর বিকেলে কেওয়া নতুন বাজারস্থ লিটগার্ড ফ্যাক্টরীর নিকট রাস্তায় একা পেয়ে প্রথমে গালিগালাজ শুরু করে পরে  হুমকি দিয়া তাহার প্রতিষ্ঠান আশিক এন্টার প্রাইজের নামীয় ২০ লক্ষ টাকার একটি পে অর্ডার চেক যাহার নং- ১৭৬২০৩৬, জোরপূর্বক ছিনিয়ে নিয়া যায়। 

অভিযোগকারী হাবিবুর রহমান বাবুল  আরো জানান আমরা শান্তি প্রিয় ও নিরহ মানুষ  এবং ব্যবসায়ী। আমি ও আমার সঙ্গীয় আফাজ মোল্লা কিছু অর্থ বিনিয়োগ করে জমি জমা ক্রয় করি এবং জমি বিক্রয় করি। সেই জমি বিক্রির লাভের টাকা তাদের না দেওয়ায় আজকে এই ঝামেলা করছে।


এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত