সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
পূর্বধলায় ছাত্রলীগ নেতার ঘুষিতে শিক্ষার্থী নিহত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৫:২১ PM আপডেট: ১১.১২.২০২৩ ৫:২৩ PM
নেত্রকোনার পূর্বধলায় গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোমান তালুকদারের ঘুষিতে ১০ম শ্রেণির শিক্ষার্থী মো. রেজাউল করিম টিটু (১৭) নিহত হয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) উপজেলার বুধী পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টিটু উপজেলার আগিয়া ইউপির বুধী পশ্চিম পাড়া গ্রামের মো. আলীর ছেলে।

নিহতের চাচা মো. আব্দুল হাকিম বলেন, স্থানীয় আইব আলী খানের ছেলে রোমান সাড়ে ১১ টার দিকে আমাদের কারো সাথে আলাপ আলোচনা না করে হঠাৎ করেই ভেকু নিয়ে এসে জমি থেকে মাটি তুলতে থাকে। পরে গ্রামের লোকজন সবাই জড়ো হয়ে তাকে মাটি কাটতে নিষেধ দিলে সে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় গুন্ডাপান্ডার ভয়-ভীতি দেখাতে থাকে এবং ডাকাডাকি শুরু করে। পরে আমরা এলাকাবাসী সকলের উপস্থিত হলে সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে রোমান রেজাউলকে ঘুষি মারলে সে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিক রেজাউলকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে নিহতের ঘটনা ঘটেছে। লাশ থানায় আছে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত