মানিকগঞ্জের দৌলতপুরে বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ব্র্যাক ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর সহযোগিতায় বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোসাম্মদ রেহানা বেগম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক তারা সাংমা, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৌলতপুর সাংবাদিক ফাউন্ডেশনের সভাপতি এ.বি.খান বাবু, জিয়নপুর ইউপি চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, বাচামারা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার, খলসি ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, ধামশ্বর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, দৌলতপুর ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেল্প) কর্মসূচির অফিসার জয়নাল আবেদীন জনী প্রমূখ।
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, কিশোর-কিশোরী শিক্ষক-শিক্ষার্থীগন সামগ্রিকভাবে বাল্য বিয়ে বন্ধের প্রতিশ্রুতিবদ্ধ হন।