বগুড়ার নন্দীগ্রামে জাসদের কর্মীসভায় বগুড়া-০৪(কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা জাসদের সভাপতি একে এম রেজাউল করিম তানসেনের ভোট বর্জনের ঘোষনা দিয়েছে নন্দীগ্রাম উপজেলা জাসদের নেতাকর্মীরা।
সোমবার (১১ডিসেম্বর) বেলা ১১টায় নন্দীগ্রাম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা জাসদের সভাপতি মো: কামরুজ্জামানের সভাপতিত্বে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মীসভায় বক্তব্য রাখেন জাসদ নেতা আলহাজ্ব মো: শামীম, গাফফার, শহিদুল, অনিল চন্দ্র, ফরিদুল ইসলাম, মহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম মুক্তা, আব্দুল বাসেত বাচ্চু, বাদশাহ, পলাশ, নাসির সহ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা জাসদের সভাপতি মো: কামরুজ্জামান তার বক্তব্য বলেন, রেজাউল করিম তানসেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন অনিয়মের সাথে জড়িয়ে পড়েন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের ভিতরে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করেন। নেতাকর্মীদের সাথে কোন যোগাযোগ রাখেন না। তিনি দলের নেতাকর্মীদের মূল্যায়ন করেন না। এমনকি নেতাকর্মীদের বিভিন্ন বিপদ আপদ হলেও কর্মীদের ডাকে সাড়া দেন না। বিভিন্ন অনুষ্টানে গিয়ে অনুদান ঘোষণা করে ঠিকই কিন্তু তা বরাদ্দ দেন না যার কারনে নেতাকর্মীদের হেও প্রতিপন্ন হতে হয়েছে।
তিনি আরো বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র উত্তোলন এবং জমা দেওয়ার সময় জাসদের নেতাকর্মীদের কিছইু জানাননি। একারনে নন্দীগ্রাম উপজেলা জাসদের জরুরী কর্মী সভার অয়োজন করা হয়। কর্মীসভায় সর্বসম্মতিক্রমে সিন্ধান্ত নেওয়া হয় যে, দ্বাদশ সংসদ নির্বাচনে জাসদের কোন নেতাকর্মী রেজাউল করিম তানসেনকে কোন সহযোগীতা করবেনা। এমনকি নেতাকর্মীরা ভোট বর্জন করে তানসেনের পক্ষে ভোটে অংশ গ্রহন করবেন না। তবে বর্তমান সরকারের অংশগ্রহণমূলক ভোট হওয়ার জন্য নন্দীগ্রাম কাহালুর মধ্য যে প্রার্থীর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তার ভোট করবেন। পরে নন্দীগ্রাম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রেস-ব্রিফিংয়ের আয়োজন করেন। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উত্তরে তিনি বলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নেতাকর্মীদের মূল্যায়ন না করা, বিপদে নেতাকর্মীদের পাশে না থাকার কারনে তার ভোট বয়কটের ঘোষনা করলাম। এবিষয়ে রেজাউল করিম তানসেনের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।