গাজীপুরের টঙ্গীতে আনোয়ার সিল্ক মিলস লিমিটেড নামের একটি কারখানার কলোনিতে অগ্নিনির্বাপন যন্ত্র পরীক্ষার সময় বিস্ফোরণে আব্দুস সাত্তার ( ৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় অপর এক শ্রমিক আহত হয়েছেন। সোমবার দুপুরে তিস্তার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সাত্তার নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি কারখানায় দমকল কর্মী হিসেবে কাজ করতেন। এসময় শহীদুল নামে অপর শ্রমিক আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে টঙ্গীর তিস্তার গেইট এলাকায় আনোয়ার সিল্ক মিলস কারখানার শ্রমিক কলোনিতে অগ্নিনির্বাপন যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) পরীক্ষা করছিলেন আব্দুস সাত্তার। এসময় বিকট শব্দে অগ্নিনির্বাপন যন্ত্রটি বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে আব্দুস সাত্তার ও তৌহিদুল আহত হন।
তাদের উদ্ধার করে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সাত্তার মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টঙ্গী থেকে গুরুতর আহত আব্দুস সাত্তার মারা গেছেন। বিষয়টি টঙ্গী পূর্ব থানায় জানানো হয়েছে।