সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
বাংলাদেশ করোনার টিকা উৎপাদনে সক্ষম: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৮:৩৬ PM
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে কোভিড-১৯ টিকার বিতরণ সুষ্ঠু হয়েছে। এ ছাড়া করোনাভাইরাসের টিকা উৎপাদনেও বাংলাদেশ সক্ষম।

সোমবার (১১ ডিসেম্বর) কাতারের দোহা ফোরামে ‘ভ্যাকসিন ইনোভেশন অ্যান্ড গ্লোবাল হেলথ রেজিলেন্স: লেসন ফ্রম কোভিড-১৯ অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক প্যানেল আলোচনায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

প্যানেল আলোচনায় সভাপতিত্ব করা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কোভিড-১৯ টিকা বিতরণে কোনো বৈষম্য নেই। বাংলাদেশ টিকা সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করেছে। বাংলাদেশি প্রবাসীরা তাদের মাতৃভূমিতে টিকা পাঠাতে ভূমিকা পালন করেছেন।

মোমেন বাংলাদেশে টিকা ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি দিতে আন্তর্জাতিক দাতা দেশ ও সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে। টিকা পাবলিক পণ্য হলে বাংলাদেশসহ অন্যান্য দেশও টিকা তৈরি করতে পারবে।

এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী সোমবার লন্ডনের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, চ্যাথাম হাউসের সিইও ব্রনওয়ান ম্যাডক্সের সঞ্চালনায় চ্যাথাম হাউস আলোচনায় যোগ দেন।

মোমেন দোহা ফোরামে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত