ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আনোয়ারা বেগম শানু (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সে ওই গ্রামের মৃত মোস্তফা হাওলাদারের স্ত্রী।
রোববার সন্ধ্যার দিকে আহতের পর ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আতিয়ার শেখের পরিবারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে নিহতের পরিবারের সদস্যদের সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রোববার সন্ধ্যার দিকে তুচ্ছ ঘটনার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে আতিয়ার শেখ সহ বেশ কয়েকজন সংঘবদ্ধ হয়ে শানু বেগমকে বেদম মারপিট করে। পরে তার মৃত্যু হয়।
ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, আনোয়ারা বেগমের সঙ্গে দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী আতিয়ার শেখের পরিবারের সদস্যদের বিরোধ চলছিল। আতিয়ার শেখসহ বেশ কয়েকজন এসে আনোয়ারা বেগমের ওপর হামলা চালায়। এ সময় তিনি গুরুতর আহত হন।
তিনি আরও জানান, প্রতিবেশী ও পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় আনোয়ারা বেগমকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।