নড়াইলে চোরাই মালামাল নিজ হেফাজতে রাখার অপরাধে তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ জীবন শেখকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। জীবন শেখ ফজলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ১১ ডিসেম্বর দিবাগত রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এএসআই মোঃ তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সদর থানার পৌরসভাধীন আলাদাতপুর পৌর গোডাউনের পিছনে আশরাফ উকিলের বাড়ির ভাড়াটিয়া ফজলুর রহমানের ছেলে মোঃ জীবন শেখকে গ্রেফতার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।