মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
মূল্যতালিকা না টাঙানোয় তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা
গঙ্গাচড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৩:৩৭ PM
রংপুরের গঙ্গাচড়ায় বিভিন্ন স্থানে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রম্যমান আদালতন।  অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রম্যমান আদালত। 

মঙ্গলবার দুপুর ১ ঘটিকায় গংগাচড়া বাজার, বেতগাড়ি বাজার  এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও  এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা । এসময় পেঁয়াজের অতিরিক্ত মূল্য রাখা, বিক্রয় তালিকা না রাখা, ক্রয় রশিদ দেখাতে না পারার অভিযোগে গংগাচড়া বাজারে মাহফুজার রহমান ও মিলন মিয়া নামে ২ ব্যাবসায়ীকে  ৫শ টাকা করে ১ হাজার টাকা, বেতগাড়ি বাজরে  মিজানুর রহমান নামে ১ ব্যাবসায়ীকে সাড়ে এক হাজার টাকা  জরিমানা করা হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।অভিযান শেষে সহকারী কমিশনার ও এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা বলেন, ‘মূল্য তালিকা না টাঙিয়ে পেঁয়াজ বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সবাইকে পেঁয়াজের ক্রয় ও বিক্রয় মূল্য প্রকাশ্যে টাঙিয়ে দিতে বলা হয়েছে। অতিরিক্ত লাভে ব্যবসায়ীদের পেঁয়াজ বিক্রি করতে নিষেধ করা হয়েছে। 

এছাড়া দাম বৃদ্ধির খবরে অতিরিক্ত পেঁয়াজ না কিনে, যতটুকু প্রয়োজন ততটুকু কেনার পরামর্শ দিয়েছেন।বাজার দর স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে ।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত