মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্হিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান হয়েছে।
আজ সকাল ১১ টায় লাউয়াছড়ার সহ-ব্যবস্হাপনা কমিটির সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিকের নেতৃত্বে সহকারি বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম, প্রতিবেশ এর সাইট অফিসার মনিরুজ্জামান চৌধুরী, প্রাকৃতিক সম্পদ ব্যবস্হাপনা ফেসিলিটেটর মমতা দাশ অভিযানে অংশ নেন।
এছাড়াও উপস্হিত ছিলেন পর্যটন পুলিশের সদস্যবৃন্দ, লাউয়াছড়া, কালাছড়া, চাউতলী বিটের বিট অফিসারগন, বন্যপ্রাণী বিভাগের স্টাফ, ওয়াইল্ডলাইফ স্কাউট, কমিউনিটি পেট্রোল গ্রুপের সদস্যবৃন্দ।
সকালে তারা লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য থেকে পলিথিন, প্লাস্টিক, পানির খালি বোতল, খাবারের খালি প্যাকেট, চানাচুরের খালি প্যাকেট, চিপসের প্যাকেটসহ বিভিন্ন ময়লা ও আবর্জনা পরিস্কার করেন।