বাগেরহাটের মোরেলগঞ্জে জলবায়ু সংবেধনশীল ও জেন্ডার বান্ধব বাজেট বিষয়ক এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে বেসকারি উন্নয়ন সংস্থা ডরপ ইভলভ প্রজেক্ট এর আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন ও হেলভেটাস বাংলাদেশ-এর আর্থিক সহযোগীতায় এ গণশুনানি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
স্বাগত বক্তৃতা করেন ডরপ ইভলপ প্রজেক্ট এর প্রকল্প সমন্বয়কারি প্রতিভা বিকাশ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডরপ ইভলপ প্রজেক্ট-এর ফিল্ড ফ্যাসিলিটিটেটর চুমকী রায়।
আয়োজিত এ গণশুনানি অনুষ্ঠানে সুশীলন সমাজ প্রতিনিধি, ইউপি সদস্য, বিভিন্ন এনজিও ও সেবাদানকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহন করেন।