সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
বাগাতিপাড়ায় ৩ হাজার কেজি ভেজাল গুড় জব্দ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৫ PM
নাটোরের বাগাতিপাড়ার সাতটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানগুলোকে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

সোমবার দিনে ও রাতে র‌্যাব-০৫, সিপিসি-২ এর একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।

তিনি জানান, নাটোর জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এ সময় উপজেলার কালিকাপুরের বাজারে কামালের গুড়ের আড়ৎকে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর অপরাধে ১০ হাজার টাকা, শাকিলের আড়ৎকে ৩০ হাজার টাকা, কৈচরপাড়া বাজার এলাকার জানার আড়ৎকে ৬০ হাজার টাকা, বাঁশবাড়িয়া বাজার এলাকার রহমান গুড় আড়ৎকে ১৫ হাজার টাকা, একই এলাকায় আ. রাজ্জাকের গুড় আড়ৎকে ১২ হাজার টাকা, মারিয়া বাজার এলাকার বিসমিল্লাহ্ বেকারিকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৫ হাজার টাকা ও তালতলা বাজার এলাকার ইউনুস বেকারিকে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলোর জব্দ করা ৩ হাজার কেজি গুড় বিনষ্ট করা হয়। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন এই কর্মকর্তা, তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত