দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে টানা তৃতীয় বার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আগামী মঙ্গলবার সকালে মহানগর প্রভাতী ট্রেনে ঢাকা থেকে আখাউড়া এসে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর আখাউড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এক সভায় নির্বাচনী প্রচারণার তথ্য তুলে ধরেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল। তিনি জানান আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন আইনমন্ত্রী আনিসুল হক। এদিন তিনি সকালে পৌর শহরের সড়ক বাজার ও এর আশপাশের এলাকায় গণসংযোগ করবেন। পরে মন্ত্রী আখাউড়া পৌরশহরের খড়মপুস্থ প্রখ্যাত আউলিয়া হযরত শাহ্ সৈয়দ আহাম্মদ গেছু দারাজ (র.) প্রকাশ্য শাহ্পীর কল্লা শহীদ (র.) মাজার জিয়ারত করবেন। এর পর মন্ত্রী উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা হযরত মাওলানা প্রফেসর আবদুল খালেক (র.) এর মাজার জিয়ারত শেষে কসবা যাবেন।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল আরও বলেন আইনমন্ত্রী আনিসুল হক ২০১৪ সাল থেকে পরপর দুই মেয়াদে এমপি নির্বাচিত হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি কসবা আখাউড়ায় ব্যাপক উন্নয়ন করেছেন। গত ১০ বছরে আইনমন্ত্রী এলজিইডি এবং পিআইও দপ্তরের মাধ্যমে প্রায় ৩২০ কোটি টাকার উন্নয়ণ করেছেন। এছাড়া পৌরসভার মাধ্যমে ৩০ কোটি টাকা এবং পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জন ১০০ কোটি টাকার প্রকল্পের ব্যবস্থা করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবন মেরামতের জন্য এক কোটি ৭৭ লাখ টাকা ব্যয় করা হয়েছে।এছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল, স্বাস্থ্য, শিক্ষা, গণপূর্ত, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুত বিভাগ, জেলা পরিষদসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে শত শত কোটি টাকার উন্নয়ন হয়েছে বলে তিনি দাবী করেন।
কসবা আখাউড়াবাসীর সার্বিক উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রীর দর্শন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের সমর্থনের মাধ্যমে আনিসুল হককে আবারও এমপি নির্বাচিত করে এলাকার উন্নয়নে অংশীদার হতে সকলের সহযোগিতা চেয়েছেন।