রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
উখিয়ায় সিন্ডিকেট বানিজ্যের কারণে বাড়তি পেঁয়াজের মূল্য
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৫:২০ PM
কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা, কোটবাজার, উখিয়া, কুতুপালং পালংখালী সহ উখিয়ার সবই বাজারে পেঁয়াজের মূল্য ১১০ থেকে বেড়ে ২৫০ টাকা বিক্রি চলমান রয়েছেন। বিভিন্ন বাজারে তথ্য মতে জানতে পারি ভারতের পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞার মেয়াদ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ঢাকার খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। তারই দরা বাহিতায় উখিয়া উপজেলায় বাজার গুলো তে বাড়তি ক্রয় বিক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে।

আজ বুধবার উখিয়া উপজেলার বিভিন্ন বাজারে পরিদর্শনে জানা যায়। ১১০ থেকে বেড়ে বর্তমান বাজারে খুচরা বিক্রেতারা পেঁয়াজ বিক্রি করছেন ২৪০ টাকা কেজি দরে। 

ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে আগামী মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে প্রতিবেশী দেশ ভারত। উখিয়া উপজেলার  বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতারা বলছেন, ভারত পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা বাড়ানোর পর দেশে পেঁয়াজের দাম বেড়েছে। এ ছাড়াও, স্থানীয় বাজারে চাহিদা অনুযায়ী পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নেই।

গত কয়েক দিন ধরেই বাজারে পেঁয়াজের দাম বাড়তি। পাইকারি বাজারে আমাদের কেনাই বেশি পড়ছে। যে কারণে খুচরা বাজারে এর প্রভাবে পড়েছে। ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা বেড়ে যাওয়ায় দেশের বাজারে এর বড় প্রভাব পড়েছে। গত কয়েকদিনের বৃষ্টিও পেঁয়াজের দামে প্রভাব ফেলেছে। সরবরাহ কমে যাওয়া দেশে পেঁয়াজের দাম বাড়ার আরেকটি কারণ।’

ক্রেতারা জানান ভোগ্যপণ্যের অস্বাভাবিক দামে নিদারুণ কষ্টে পরিবার নিয়ে সময় কাটছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের। বাড়তি মুনাফা হাতিয়ে নিতে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছে কিনা–সেটি খুঁজে বের করতে বাজার তদারকির বিকল্প নেই। দুর্ভাগ্য, এখনও মাঠ পর্যায়ে কাউকে দেখা যাচ্ছে না।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত