নীলফামারী কলেজ স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রয়ের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন মোস্তাক। আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় অভিযান চালালেও ধরাছোঁয়ার বাইরেই চলছিল তার ইয়াবা ক্রয় বিক্রয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার ১২ই ডিসেম্বর সকাল ১১ টার সময় নীলফামারী উত্তর হাড়োয়া কলেজ স্টেশন এলাকা থেকে নকু মাহমুদের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ মোস্তাকুর (৪২) কে ১০৫ পিচ ইয়াবা সহ আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী সার্কেল এর সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক এনামুল হকের নেতৃত্বে উপপরিদর্শক শফিয়ার রহমান, সহকারী উপপরিদর্শক অভিক দাস, সিপাই মো: শামীম হোসেন সিপাই জিয়াউর রহমান এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে মোস্তাককে ১শ পাঁচ পিচ ইয়াবা সহ আটক করেছে। মামলা দায়ের পরে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।