নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনায় আশা স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে দুইশতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) সকালে ইতনার আশা স্বাস্থ্যসেবা কেন্দ্র চত্বরে মেডিকেল ক্যাম্পে ৩জন চিকিৎসক রোগী দেখেন। বিনামূল্যে রক্ত পরীক্ষা, গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন- খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম নাফিউর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক কাজী এনায়েত হোসেন, আশার ইতনা স্বাস্থ্যসেবা কেন্দ্রের হেলথ সেন্টারের ইনচার্জ মোঃ রেজাউল করিম, শ ম কামাল হোসেন, আওয়ামীলীগ নেত্রী মমতাজ বেগম, আজাদুর রহমান,বদির উদ্দীন মোল্যা,মুনজুরা বেগম প্রমুখ।
বক্তরা বলেন আশার লক্ষ্য সত্যিকার মানবসেবা। প্রত্যন্ত অঞ্চলে মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেয়া।