খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার ইন্দ্র জিৎ সাগর।
১৩ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় কুয়েট প্রো-ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৈজন্য স্বাক্ষাত শেষে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া এবং ভারতীয় সহকারী হাই কমিশনার ইন্দ্র জিৎ সাগর কুয়েট ক্যাম্পাসে অবস্থিত শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে ভারত সরকার কর্তৃক স্থাপিত ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন।
এসময় কুয়েট ও খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।