নীলফামারীর সৈয়দপুরে শীতার্তরা পেল ওব্যাট কানাডার কম্বল। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে প্রান্তিক উন্নয়ন সমিতির উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে শহরের চাঁদনগরস্থ ওব্যাট কানাডার স্কুল প্রাঙ্গণে এক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রান্তিক উন্নয়ন সোসাইটির একাউন্ট অফিসার মেরাজ আলম, প্রতিষ্ঠানটির এলাকা সমন্বয়কারী ইনফান আজম, সাংবাদিক মো. আমিরুজ্জামান, সাংবাদিক এম আর আলম ঝন্টু, ওবাট কানাডা স্কুলের প্রধান শিক্ষক তাবাসসুম আকতার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সিনিয়র একাউন্ট অফিসার মনির আহমেদ।
প্রতিষ্ঠানটি কর্মীদের মাধ্যমে মাঠ পর্যায়ে ঘুরে ঘুরে তালিকা করেন এবং ৫ শতাধিক অভাবী, গরিব ও দুস্থ মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করেন। এছাড়া প্রতিষ্ঠানটি শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন নিয়ে কাজ করছে।