কুষ্টিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে ম্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য ক্রীড়া শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার বেলা ১১টায় শোভাযাত্রা শুরু হয় জেলা ক্রীড়া সংস্থার প্রধান ফটক থেকে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এহেতেশাম রেজার নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা ক্রীড়া সংস্থার সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।
এসময় জেলা প্রশাসক এহেতেশাম রেজা ছাড়াও পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ কুমার নন্দী বক্তব্য রাখেন।