বিএনপি-জামায়াতসহ বিরোধী বিভিন্ন দল ও জোটের ১১তম ধাপের অবরোধ কর্মসূচির শেষ দিনে রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় কবি নজরুল সরকারি কলেজের সামনে সাভার পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় এই ঘটনা ঘটে। বাসটির ড্রাইভার ও তার সহযোগী বিষয়টি নিশ্চিত করেন। বাসটির ড্রাইভার রাসেল বলেন, আমারা সাভার থেকে ছেড়ে সদরঘাটগামী যাত্রীদের বাহাদুর শাহ পার্কের উত্তর পাশে যাত্রী নামাই। এসময় কিছু যাত্রী পিছন থেকে আগুন আগুন বলে বাস থেকে নেমে যায়। যাত্রীবেশে কেউ আগুন জ্বালাতে পারে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে সুত্রাপুর থানা ও কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয়ে কোতোয়ালি জোনের এডিসি বদরুল হাসান বলেন, গান পাউডার ছিটিয়ে বাসে আগুন লাগানো হতে পারে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। কবি নজরুল কলেজসহ স্থানীয় সিসিটিভি ফুটজ সংগ্রহের কাজ চলছে।
বিএনপির ডাকা হরতাল-অবরোধের দেড় মাসে সারা দেশে প্রায় ২৭০টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ পন্ড হয়ে যাওয়ার পর থেকে এসব ঘটেছে বলে জানা যায়।