কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্টিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম তালুকদার মোহনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তাহেরুল ইসলাম তোতার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ছোট মনির।
বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, যুগ্ন সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসান, গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দিদারুল আলম খান মাহবুব, ফলদা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ আমানউল্লাহ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত বর্ধিত সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে ছোট মনিরকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।